ফারসি কবি শেখ সাদির মত ভাব-সাগরের ডুবুরি, আধ্যাত্মসমুদ্রের মুক্তা ও বোধের কেন্দ্রবিন্দুতে দৃশ্যমান জগতের আলোছায়া অতিক্রমী অদৃশ্য আলোকভিসারী এক ধ্রুবতারা কবির নাম শিতালং শাহ। শব্দের তারকালোকে জ্যোতির্ময় এক দূরগামী দূরদর্শী ঈগলের মানবিক রূপ কিংবা জাজ্বল্যমান হীরক খন্ডের মতো সমাধৃত। সমকালীন...